ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা একটি নবসৃষ্ট উপজেলা। উপজেলা টি প্রাকৃতিক সৈান্দর্যের আধার। ধনবাড়ী নবাব বাড়ীর জন্য বিখ্যাত।ধনবাড়ী উপজেলার জলবায়ু মৌসুমি জলবায়ু। এখানে প্রাকৃতিক দূযোগ এর পরিমাণ খুবই কম।বৈশাখ মাসে ধনবাড়ীতে ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়। দুর দুরান্ত থেকে এখানে অনেক লোকের সমাগম ঘটে।
ধনবাড়ী উপজেলা ২৩°৩৭´ থেকে ২৪°৪৫´ উত্তর অক্ষাংশ এবং ৯০°১০´ থেকে ৯০°০০´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
উত্তরেঃ জামালপুর জেলা
পূর্বেঃ মধুপুর উপজেলা, মধুপুর গড়,জেলা- টাঙ্গাইল।
দক্ষিনেঃ গোপালপুর উপজেলা, জেলা- টাঙ্গাইল।
পশ্চিমেঃ সরিষাবাড়ী উপজেলা, জেলা- জামালপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস