Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

বিগত ০৬ জুন,২০০৬ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত নিকারের ৯৩ তম বৈঠকের সিদ্ধান্ত  অনুযায়ী  টাঙ্গাইল জেলার  মধুপুর উপজেলাকে  বিভক্ত করে  ০৭ টি ইউনিয়ন (নবগঠিত ০২ টি সহ)  ও ০১ টি পৌরসভার সমন্বয়ে ১১ জুলাই, ২০০৬  খ্রিঃ তারিখের  উপ-২/সি-৯/২০০২/২৭৩ নং প্রজ্ঞাপনমূলে  ধনবাড়ী নামে  একটি নতুন  প্রশাসনিক  উপজেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কিসামত ধনবাড়ী মৌজার মধুপুর-  জামালপুর মহাসড়কের  পশ্চিমপার্শ্বে  ধনবাড়ী বাজার  ও বাসস্টেশনের দক্ষিন প্রান্তে  নবসৃষ্ট   ধনবাড়ী উপজেলা কমপ্লেক্স  ভবন নির্মানের স্থান নির্বাচন করা হয় । বর্তমানে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ চলছে।ু

টাঙ্গাইল জেলার নবসৃষ্ট ধনবাড়ী উপজেলার প্রশাসনিক কার্যক্রম ২০০৬ সনের সেপ্টেম্বর মাস হতে শুরু হয়।  শুরু হতেই এ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এর অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা পশু সম্পদ অফিস , উপজেলা প্রকৌশলীর দপ্তর, উপজেলা মৎস্য অফিস, উপজেলা শিক্ষা অফিস,  উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, উপজেলা সমবায় অফিস  ও উপজেলা নির্বাচন অফিস  পদায়ন করা হয় এবং কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।  বর্তমানে (১)  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, (২) উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় (৩)  উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয় (৪) উপজেলা সেটেলমেন্ট অফিস (৫)  সাব-রেজিস্টার অফিস সমুহ পদায়ন না করায়  মধুপুর উপজেলায় কর্মরত কর্মকর্তাগণ ধনবাড়ী উপজেলার  অতিরিক্ত দায়িত্ব হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছেন।

ধনবাড়ী উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণ না হওয়ায় ধনবাড়ী পৌরসভা ভবনে  পদায়নকৃত কয়েকটি অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং কয়েকটি অফিসের কার্যক্রম ভাড়া বাড়ীতে  পরিচালিত হচ্ছে।

ধনবাড়ী একটি ঐতিহ্যবাহী  স্থান। ইহা  নবাব নওয়াব আলী চৌধূরীর জন্মস্থান। যিনি  ঢাকা বিশ্বদ্যিালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম । শুধু তাই নয় তিনি এ দেশে ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য জমি দান করেছেন।  বাঙালী মুসলমানদের মধ্যে তিনিই সর্বপ্রথম  মন্ত্রীপদ অলংকৃত করেন । এ সময়ই  তিনি দেশের সর্বোচ্চ পদ  লাট সাহেবের  সাময়িক দায়িত্বেও নিয়োজিত ছিলেন।  জনশ্রুতি আছে যে, ধনাই  সাধুর নাম অনুসরনে ধনবাড়ী নামকরণ হয়েছে।  ধনবাড়ী উপজেলা এলাকা শষ্য ভান্ডার নামেও পরিচিত।  মধুপুর গড়ের  শেষ পশ্চিমাংশ হতে ধনবাড়ী উপজেলা শুরু হয়ে  পশ্চিমে  ঝিনাই নদী পর্যন্ত বিস্তৃত  টাঙ্গাইলের শেষ উত্তর প্রান্তে অবস্থিত । এ উপজেলায় অধিক সংখ্যক  অটোরাইস মিল এবং ইট ভাটা  রয়েছে।  উপজেলায়  ধনবাড়ী  পৌরসভা ও ০৭ টি ইউনিয়ন  রয়েছে। ইউনিয়ন সমুহ  বীরতারা ,ধনবাড়ী , পাইস্কা, ধোপাখালী , মুশুদ্দি, বানিয়াজান  ও বলিভদ্র ।